দিগন্তের পায় নিঝুম বিকেল
সূর্য গাছের ফাঁকে,
মাছ ধরে ক্যান বৃদ্ধ দাদু
এখন খালের পাঁকে!
ফোকলা মুখে ঝুমুর জারি
বাম হাতে তার মাটির হাঁড়ি,
এই যে দাদু ফিরবে কখন
কোথায় গো দোর ঘর?
আর কি রলো! পাড়েই উঠি
বললো 'যাবি' চল নে ছুটি -
ওই দেখা যায় মাটির দেয়াল
শ্যামল চালে খড়!
অনেক শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা, প্রিয় কবি।
শুভেচ্ছা শুভ কামনা রইল ভালো থাকবেন। আগাম ঈদ মোবারক!
খুব সুন্দর কবিতা সম্মানিত কবি।
শুভেচ্ছা নিবেন প্রিয় কবি।