পেঁয়াজ সমাচার
=======================@@@
শূন্য হাতে ফিরলে যে আজ
গিন্নী দিতোই তাড়া!
পেঁয়াজ কিনে রিয়াজ ভাবে
বাক্য হয়ে হারা -
ক্যামনে যাবো বাড়ি
সজাগ ছিনতাইকারী
সুযোগ বুঝে হুট করে কেউ
তুললে পথে খাঁড়া!
’এত্তো সোজা!’ ও সাধু ভাই
মাইক্রো কতো ভাড়া?
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন