পাক্কা নিমন্ত্রণ
==========================@@@

ফিরে এসো তুমি!
হোক সহস্র বছর পর,
যখন দুষ্টুর দল বৈকালের শেষে
মুঠো মুঠো চাল তুলে ঘুরে সারা গাঁও
বাউলেরে ডেকে কোন বটতলে সাজাবে আসর।

ফিরে এসো তুমি!
যখন অবলা মাঠে পেকে রবে আমনের ধান,
বাহির উঠোনে পেয়ে মলনের সুর
খুলে যাবে ছুঁচোরও জবান।

যখন হালুয়া রুটি ফের পাবে খ্যাতি
প্রিয় হবে ফিতরের চাঁদ,
বিশ্বাসেই এসো তুমি ঘর্ম ঝরা রাতে
যখন উঠবে জমে দরুদের দরদে মিলাদ।

ভেবো না এ ছল-
ক্ষুধার্ত রবে না তুমি কোন বেলা কভু তোফাজ্জল।
বেঁকে রলে মন?
বলো এ শ্যামলা এক বাংলার ’পাক্কা নিমন্ত্রণ!’

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৯/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন