সকাল দুপুর কিচির মিচির
বিকেল সাঁঝে গান,
এরই ফাঁকে লক্ষ্য সদা
খাবারের সন্ধান।

পুষলে হৃদে জুড়ায় পরাণ
স্বভাব দেখে আঁখি,
নয় দূরে বাস বন্ধু চির
এরা হরেক পাখি।