ওই গোধূলিতে
===========================@@@
ওই তো গোধূলি ঘুরে দিগন্তের পাড়ে
টলে কি গতরে গায়ে ভেরোনার শোক?
সময় যদি না ওর ছেঁড়া ফাটা নোট
হিঙ্গুল মেঘেরা কেন ললাটের ঊষর অলক?
একদিন দেখেছিনু তারে
দেখেছিনু মন্দাকিনী
পুষ্পিত সুঘ্রাণ তার সচেতন রামধনু দিক,
আজ কি মুনিয়া শোনে ব্যাঙাচির ললিত লিরিক?
আবার কখনো এলে ভবে আমি ফিরে
ভাবি বসে অবেলায় ফেলে ক’টা এলোমেলো শ্বাস,
হবো ওই গোধূলির
হবো ওই গোধূলিতে
হবো ওই গোধূলিরে
নির্মল প্রশান্তি দিতে ঝিরঝিরে দখিনা বাতাস!
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৮/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন