ওই পথে
=========================@@@

অনেক সময় মাঝে হয়ে গেছে গত
রাস্তার দু’পাশ আজ বিবর্তনে বড় আধুনিক,
সেই যে কিছুটা দূরে বালুকার ঢিবি
করে না ক্ষণিক আর দ্বিপ্রহরে তাপে ধিক ধিক!

সরষে বাদাম ক্ষেত আছে পাশাপাশি
যায়নি সর্পিল পথ সযতনে বুকখানি চিরে,
দামাল মেঘের দল গড়লেও ভেলা
আসে না অবেলা ওরা অভিসারে তটিনীর তীরে।

শিশুগাছ দোল খায় হিমেল বাতাসে
ঝরেও শুকনো পাতা  রচে না সে’ সোহাগীর গীত,
থাকলেও কানাবগি শ্যামা খালে বসে
নেইকো আগের মতো বুকে তার অপেক্ষার ভিত।

বিকেলে তেরছা চোখে সূর্য দেয় উঁকি
হরেক পাখিই থাকে অগোছালো ঝগড়ায় মাতি,
অথচ ও’ পথে গেলে আমি শুধু দেখি
জ্বলন্ত ক্ষরণে এক মাছরাঙা খুঁজে ছেঁড়া খ্যাতি।

কেঁদে উঠে এই প্রাণ মরমিয়া সুরে,
কে যেন আমাকে চায় নিয়ে যেতে খুব বেশী দূরে!

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০১/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন