অনন্তের গান
===========================@@@

ওই তো থেমেই ট্রেন প্লাটফর্মে ফের যায় ছেড়ে!
কল্পনার ছন্দে হলে আগেরই এ দিন
পলাশ শিমুল কেন হাসি-খুশি হারা
বদনে মলিন!
বসে আছি মানুষের ভিড়ে?
চৌকস ভূষণ্ডি কেন বলে ইশারাতে
জানো কি ক’ যুগ আগে দাঁড়িয়েছো
তটিনীর তীরে! -
সহস্র বছর হলো এভাবেই গত
মেনেও আসে না কাল স্ব-স্বভাবে ক্ষণকাল ফিরে!


হে পথিক সংশয়! নেই তুমি থেমে,
আটকে থাকে না কাল ফটো বাঁধা ফ্রেমে।
সবল স্রোতের চির বৈপরীত্যে
তনুতে পেয়েও সুর লহরিরা দুখী,
বহতারই নীতি এ দ্বি-মূখী।
বলে না কি ঘ্রাণ -
জীবন তো বহুরূপে ছুটে চলা অনন্তের গান!

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন