অনেক আঁধার
===========================@@@
অনেক আঁধার দেখি-
জীবন্ত অদ্রির মতো ধোঁয়া হয়ে আসে,
বুঝি না তখন কিছু দু’নয়ন মেলে
স্বভাবে-জবাবে কেউ আছে কিনা জেগে আশেপাশে।
অনেক আঁধার দেখি-
তেলের বগিতে আনে ছটফটে নিশুতির লোর,
জানি না তখন কেউ কি রকম গীত
লিলুয়া বাতাসে গায় বেখেয়ালে বাজায়ে কাঁসর।
অনেক আঁধার দেখি-
আহত ডানাতে মাখে রয়ে রয়ে সমুদ্রের শ্বাস,
কেন যে তখন গড়ে বেপরোয়া মেঘ
দিগন্ত দখলে নিতে মিলে মিশে আবাসে আবাস।
অনেক আঁধারে দেখি গোধূলির আঁখি
অনেক আঁধারে দেখি ডানা ভাঙা পাখি
অনেক আঁধারে দেখি ভেরোনার সাড়া,
অনেক আঁধার দেখি আঁধারের সাথে
আশমানে খুঁজে শুকতারা।
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৭/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন