অলি ও মৌমাছি
=======================@@@

কয় অলি এক মৌমাছিরে ডাকি -
রোজ তো বসে ফুলে
আনিস মধু তুলে
দেয় না কি শেষ মৌয়াল তোদের ফাঁকি?

বলতো বুঝে আমরা কেন জিতি?
মৌমাছি কয় ’খাড়া!’
পাতাই গুনে তারা
মূল কি খুঁজে মাটির উপর ক্ষিতি!

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৫/২০২৩ইং।






@বোরহানুল ইসলাম লিটন