রৌদ্রের তেরছা জ্যোতি ঢুকে এ' মননে
কেড়ে নিলে গতি,
থেমে রই আমি লীলাবতী!

ধবল বকের সারি উড়ে যায় দূরে
চেয়ে দেখি আত্মভোলা চিল,
পথের পাঁজরে পুঁতে আহত দলিল।

অবেলার গালে পেয়ে লোর,
ষোড়শী মেঘেরা বাঁধে বেখেয়ালে চুল
ফ্যাকাসে আসর।

ক্লান্ত ফড়িঙের ছানা গোধুলির ডাকে
ছুটে দিকে দিকে,
চিনতে পারি কি তবু অচেনা নিজেকে!