ফাগুন আমারে ডাকে পিছু দূর থেকে
একদিন পেয়েছিনু যারে
দাঁড়াতো সে বাগিচার আড়ে,
আজকে এ' সাঁঝে ফিরে ডাকে কেন ফের -
আছে নাকি জের!

দৌড় হেঁটে দৌড় - পথে সয়ে ঘোর
খুঁজতে তারেই যেয়ে নিশি হলো ভোর,
পেলো কি এ' মন?
উত্তুরে সমীরে জাগা ভ্রুলতার শিরে -
শিশিরের মৃদু আলাপন।