ও মা এ কি ষাঁড়!
======================@@@

ও মা এ কি ষাঁড়!
দিন রজনী এর তো দেখি
ফুলেই থাকে ঘাড়!

সেই যে বলী ভূতো!
দিন ছ’ আগে তারেই নাকি
দাবড়ে দিছে গুঁতো।

লাঠ সাহেবের ভুঁড়ি,
দৌড়ের ঠ্যালায় আধ খোয়েছে
নেই সে’ বাহাদুরি।

রইল বাকী কে?
লুঙ্গি ছিঁড়ে পথ ছেড়েছে
সঙ্গোপনে যে!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন