ও ভোলা কোথায় যাস!
=====================@@@
ও ভোলা কোথায় যাস?
যেতে হবে জলদি,
দ্যাখো না দু’হাত ভরা
নুন ঝাল হলদি!
আছে কি খবর কিছু?
হ্যাংলা যে সিদ্দিক,
ঢিল ছুঁড়ে হাঁস মেরে
করছে না পিকনিক!
=====================@@@
পাঁচুুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন