নইলে বলো (অণু)
======================@@@

কই কি বিধি
   অন্তে নিবে খাতা!
      নইলে বলো
         রাখবো এ আবদার -

’যাদের ভেবেই
   ভিজুক না দু’ পাতা,
      মুক্ত রবে
         তাদের তরেই দ্বার!’

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০১/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন