নয় কে পাপী ভাই!
=======================@@@
নয় কে পাপী ভাই!
ঢাকতে যা পাপ রোজ অনেকে
সাজছে না কি সাঁই!
পুণ্য বেচে পাপ কিনে কেউ
ভাঙছে যদি ভাল,
পাপ মেলে কেউ রুখছে আবার
পুণ্যেরই আকাল।
ধাপ যতো জন ফেলছে রাতে
পুণ্য পাপের অনুপাতে,
বুঝলো যে এই নিগূঢ় কথা
চুপ কি র’বে তাই!
নয় কে পাপী ভাই!
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/১০/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন