আয়ু হারা বায়ু টুটে অম্বুদের ভিত
আন্ধারের বুকে লীন নক্ষত্রের কায়া,
ঝরা পুষ্প একদিন বাগিচার মৃৎ
আপনাতে মিশে যায় আপনার ছায়া।

দাপুটে আদিত্য ডোবে দিগন্তের পাড়ে
চান্দের ঘুঙুর হয় চলাচলে ক্ষয়,
আনত পাকুড় বলে গর্দানের ভারে
নশ্বর এ' পৃথিবীতে কেউ স্থায়ী নয়!