নিঃস্ব পুরোই দাম!
======================@@@
নিঃস্ব পূরোই দাম!
মিশলো না যার মাটির বুকে
কর্মে ঝরা ঘাম!
লোভীর প্রথা টুটতে হবে
পরের কথা ভাবতে হবে
জ্বরের ব্যথা বুঝতে হবে
নইলে রঙিন নাম?
নিঃস্ব পুরোই দাম!
খোদ বিবেকের মূল্য দিতে
সাচ্চা রেখে হৃদ,
সখ্যতাতেই রচতে হবে
সামনে চলার গীত!
একান্নে গেম গড়তে হবে
দেশাত্ম প্রেম চষতে হবে
দীক্ষাকে হেম মানতে হবে
নইলে শখের চাম?
নিঃস্ব পুরোই দাম!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন