নিশুতির দেহে
============================@@@

যখন পৃথিবী ঢুলে নিশুতির দেহে
হারানো আত্মারা সাজে দূরাকাশে নক্ষত্রের চারা,
ব্যথিত মানুষগুলো নিদ্রালয় ভুলে
ভীষণ ব্যাকুলে খোঁজে ঘাটে-বাটে সুচেনা ইশারা।

পারে কি ঘুরতে বেশি হয়েও সমীর!
পাহাড়ে হোঁচট খেয়ে ক্ষপা নাশী সেও ফিরে কোণে,
যেখানে উত্থলে তাপী সাগরের জল
ঊষর ভূমিরে মথে বুকে লয়ে বেহুদা চাপনে।

তবুও ক্ষণিক উড়ে উর্ধ্বলোকে যেতে
সৃজনে ফিনিক্স পাখি মেতে উঠে বাস্তুহারা শ্বাস,
আর আমি?) হই বাংলার ঘাস,
আবছা মিতালি দেখে দিগন্তের পাড়ে
সহজেই বুঝি বলে আকাশেরই চির এ আবাস।

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
05/03/2024ইং।





@বোরহানুল ইসলাম লিটন