নিস্তব্ধ মাঠের পর,
সপ্রেমে রয়েছে নেমে আকাশের রূপালী অধর।
পাষাণ পুরীতে বুঝি সেলবন্দী যম,
মর্গের গুমোট খেদে হারায়েছে দম।
মেঘেরা ষোড়শী পরী গণিকার মতো
উদোম দু'পায়ে পরে মল,
নক্ষত্রের পুঁতি দিয়ে সাজিয়েছে সফেদ আঁচল।
হায় বিভাবরী
কে তোমারে হেনরূপে গড়ি
বসে আছে দিগন্তের পাড়ে!
নিরজনে ভাবি বসে আমি এ' আগারে -
"অরোরা জিউস নেই আফ্রোদিতি নেই পেগাসাস
আজি এ' নিশুতি নয় সেই অলিম্পাস
তবু হয় মনে,
এখানেই কোন এক বাগিচার আড়ে
ফুটে আছে নার্সিসাস অভিমানে অতীব গোপনে।