প্রখরতা ছাড়ি,
শেষ বিকেলে সূর্য তখন
আঁকছে দীঘল বাড়ি।
এমনই ধীর ক্ষণে,
ভাবছি সেদিন পথের পাশে
একলা নিরজনে।
মেলবো সবে ট্রেনের বগি
লাল ফড়িঙের ফাঁকি,
হঠাৎ পিছের সজীব শাখে
উঠলো টুনি ডাকি।
উদয় হলো একখণ্ড মেঘ
শুভ্র আকাশ চিরে,
সাজলো ঘুড়ি দেখেই এ' মন
লাটাই থেকে ছিঁড়ে।
তারপরে কি? দূর আকাশে
বাঁধলো দোঁহে জুটি,
বুঝনু আমি ক্যামনে ভূ পায়
ছায়ার লুটোপুটি।
শুভেচ্ছা সতত। শুভকামনা অন্তহীন কবি।
অনেক শুভেচ্ছা ও শুভ অপরাহ্ন, প্রিয় কবি।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় প্রবুদ্ধ কবি।
ভালো থাকুন অবিরত।