নির্মল হোক!
======================@@@

নির্মল হোক জমিনের ভাষা
নির্মল হোক পানি,
নির্মল হোক নীরদের আশা
আকাশের হাতছানি!

নির্মল হোক শিশিরের স্তুতি
নির্মল হোক খরা,
নির্মল হোক ফসলের দ্যুতি
পাখালির নড়াচড়া!

নির্মল হোক বিটপীর শাখা
নির্মল হোক বায়ু,
নির্মল হোক প্রকৃতির পাখা
মানুষের পরমায়ু!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন