বসন্তের প্রখরতা দু'পায়ে মাড়িয়ে
হয়তো বা যাবো একা কোন একদিন
চেনা সে' নির্জনতার বাঁকে,
রাখতে না পেরে তৃষা হৃদয়ের ফাঁকে।

বদনে শিমুল ঝরে ওইখানে
মাখতো ধুলোয় শুয়ে কোকিলের গান,
লুকায়ে জবান।

এ যেন ভিন্ন-ই ক্ষিতি,
যেখানে স্তব্ধতা টুটে শালিকের চুম
ছড়ায়ে সম্প্রীতি।

থাকবে কি ক্লান্ত সূর গোধুলির রথ
অপেক্ষায় অভিমানে?
এ কথাও নড়েচড়ে ক্ষীণ আনচানে।

এতোটা সময় পর দেখেই আমাকে
নদীর শুকনো তল করুক না
ব্যঙ্গ উপহাস,
তা থেকেও খুঁজে নেব অতি অতীতের
বিশ্বস্ত আশ্বাস।