নির্জলা আনচান
=====================@@@

দাদীর আগে যায় তো দাদা
বলছো আমার কবেই?
খোদার হাতে হায়াত-মউত
মানতে তোমায় হবেই।

একটু দেখো খেয়াল করে
আজ এসে কেউ কাল,
থাকছে না আর বেড়েও তালে
যাবার সিরিয়াল।

দু’ একটা খোঁজ কেনেই আনে
নির্জলা আনচান!
লোক যে ভালো খুব বেশী দিন
রয় না ভবে প্রাণ।

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন