নিন্দুক
======================@@@

ও’ পাড়ার ভুতুবালী
ব্যাটা বড় ধড়িবাজ!
কেন কেন লোকে বলে
উনি নাকি কবিরাজ?

মিছে কথা পানি পড়া
ভুয়া যতো ঝাড়-ফুঁক!
তাহলে যে রোগী আসে?
শুনেছি সে নিন্দুক!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/১১/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন