নিদ্রিত রলেই দেখি অন্য এক ক্ষিতি
যেখানে সবল নয় নির্ভরতা ভিত,
মাকড়সা ছিঁড়ে খায় প্রজাপতি
প্রেতাত্মারা সুফলা পিরিত।

ওখানে মানুষ আছে ধর্মালয় ধর্ম
প্লাবনের মতো ধায় শ্রদ্ধা স্নেহ তবে,
জপনে খুঁজে না যেন বিধাতারে সবে।

অদ্ভুতুড়ে প্রবাহের গান,
বাজনার তাল তার গ্রাস করে কেটে
বায়সেরই কর্কশ জবান।

কেন সেথা হেন দশা?
বস্তুতঃ মিছে কি ওরা সুতোর পুতুল?
পরখ বিনে কি ভাবো ভাঙে সেই ভুল!

তারপর রোজই -
চেতনা পেয়েই ফিরে জননীর ডাকে
মানুষেতে মজি!