নেইকো বুঝি খুব সুদূরে বান
=======================@@@

সন্ধ্যা নিশি সকাল দুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘোমটা টেনে সূর্য সাজে চান -
নেইকো বুঝি খুব সুদূরে বান!

দেখে মেঘের আনা গোনা
গো-ছাগ খুঁজে ঘরের কোণা
পাখ-পাখালি গায় না মধুর গান -
নেইকো বুঝি খুব সুদূরে বান!

ষণ্ডা বায়ুর পেয়েই সাড়া
জ্যান্ত নদীর উছল ধারা
ঊর্মি দানে সিক্ত নায়ের প্রাণ -
নেইকো বুঝি খুব সুদূরে বান!

শালিক বসে বৃক্ষ শাখে
নিঝুম চোখে শস্য আঁকে
ছোটকু দ্যাখে কানা বগির ভান -
নেইকো বুঝি খুব সুদূরে বান!

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৮/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন