নেতার কেতা ও কুরছি বুবুর ভুল
======================@@@
১) নেতার কেতা
খুব বেশী নয় হাফ শ’ বছর
হয়তো গেছে আড়ে,
তখন ছিলো যারাই সেবক
ঘুরতো দ্বারে দ্বারে।
হৃদ বা ভিতে যত্নে বেঁধে
দুঃস্থদের আবদার,
করতো পরখ ভুখ ভুলে রোজ
সখ্য প্রীতির ধার।
বলতো পারো আজ কেন কম
নিদ্রা হারা নেতা?
সত্য হলো পণ কারো কাজ
কারো আদিখ্যেতা।
২) কুরছি বুবুর ভুল
’আমজনতাই পরম পুঁজি
উন্নয়নের তরে’
কুরছি বুবু এ খোঁজ পেলো
বাল্য শিক্ষার দরে।
দেশ সেবা সে করবে ভেবে
বেঁধে অটল পণ -
বাচ্ছা নিলো মাত্র দু’ ডজন।
বলতে পারো তার কি ছিলো ভুল?
গুণতে হলো কোন কারণে
আমৃত্যু মাশুল?
চায়নি সে পাঠ ভোলার জবাব সোজা -
দক্ষতাহীন জনশক্তি
দেশের চির বোঝা।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৬/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন