তখন অনেক রাত -

সাড়া নেই
শব্দ নেই
ঘুমন্তই পুষ্পোদ্যান
শুধু একফালি নির্নিমেষ চাঁদ বিটপীতে,
অবয়ব -
তক্ত হারানো নৃপতি।

হঠাৎই সেখানে উপস্থিত হলো
বিবর্তিত কিউপিড,
যদিও বা আগে থেকেই ছিলো প্রতিক্ষারত
শুক্রের চাপন থেকে সদ্য জন্মপ্রাপ্ত
অথচ সে এক অষ্টাদশী বিহারিণী।

তারপর -
দোঁহে -
জীবন্ত ক'টা অনিন্দ্য কুসুম ভক্ষণ অন্তে
হাতে হাত রেখে হেঁটেই চললো
নাসিকা বরাবর নরকে।