নাপিত ও দাদু (রম্য)
====================@@@
তপ্ত কথায় চোখ করে লাল
চুলকে বিশাল মেদ,
’পারবো না আজ!’ বলে নাপিত
ধরছে গোঁড়া জেদ।
খবর পেয়ে বেশ ক’টা লোক
হঠাৎ হলো জড়ো,
বললো কি? থাম, কেউ বা রে তোর
বাবার চেয়ে বড়।
ইচ্ছে মতো রঙ দিবি আর
গোঁফে দু’বার টান,
ছাঁটবি না ক্যান শুধায় সবে
নিত্তি করিস ভান!
পাওনা যদি ঠিক মতো দেয়
কও তো কিসের আড়ি?
ঘন্টু দাদুর চুল শ’ খানেক
মাত্র নয়ে দাঁড়ি।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৬/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন