নামাজ পড় ও’ ভাই সুহৃদ!
=======================@@@

নামাজ পড় ও’ ভাই সুহৃদ
বাঞ্ছা সঁপে সবরে!
ভাবছো আছে অর্থ কড়ি?
স্বর্ণ রূপা শতেক ভরি?
হয়তো ক’দিন উড়বে ওরা খবরে -
থাকবে যখন একাই শুয়ে কবরে!

মহান রবের কৃপা বিনে
কেউ পাবে না স্বর্গ দ্বার!
ভাবছো এ’ বুক অটল গিরি?
মিলবে কিসে সরল সিঁড়ি?
সেজদাতে আজ রাখলে যা ভুল হাহাকার -
দিবেই নামাজ কাল দু’খানি চরণ তার!

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন