নামাজ আমি পড়বো কবে প্রভু!
======================@@@

নামাজ আমি পড়বো কবে প্রভু!
যায় যে হেরে পরমায়ু
ভাবতে হবে হবু -
নামাজ আমি পড়বো কবে প্রভু!

শুনতে কি পাই ভোরের আজান
রয়ে ঘুমের ঘোরে!
জোহর তো যায় নিত্য ক্ষয়ে
ব্যস্ততারই দোরে।
সামনে এলে আসরের কাল
চিত্তে রোপি কতোই ভেজাল
তোমায় স্মরে ধাপ কি তুলি কভু -
নামাজ আমি পড়বো কবে প্রভু!

চুপসে এ’ মন সাঁঝের ধারে
মাগরিবের ডাক পেলে,
গোরের ভীতি নাশ করি রোজ
এশায় অবহেলে।
চক্ষে দেখেও পিঞ্জরের জের
ধার কি ধারী তাহাজ্জুতের!
সারহীনা বোধ গর্বে বেড়ায় তবু -
নামাজ আমি পড়বো কবে প্রভু!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৮/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন