না পাওয়ার গান
==========================@@@
আজ এই পৃথিবীর পরে
কোথায় রয়েছে সেই মায়াধারী সুখ?
চৈত্রের খড়ের মতো
গো-ছাগের পদাঘাতে পেতে শুধু চকচকে মুখ
মূলতঃ গতরে হয়ে ম্লান,
চলেছি ব্যাকুলে রচে সকলি যা না পাওয়ার গান!
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন