মোটুর রাগ
======================@@@

মনটা মোটুর ভীষণ কড়া
শুনলে বাঁকা কিছু,
জ্ঞান থাকে না মস্ত ছাদে
জিদ্দি ধরে পিছু।

ডাক দিলে কেউ ব্যঙ্গ সুরে
ডান বাঁ খুঁজে ছায়া,
স্নান করে সেই গাট্টা খেলে
রাখতে শীতল কায়া।

পড়শী ভাবে ’এ কোন ব্যামো!’
রোজ কতো আফসোস,
কেউ দেখে কয় বেজায় সাদা
সবই লোকের দোষ।

আজকে বসে ভাত না মেখে
ছিঁড়ছে মাথার কেশ,
মা রেগে কন থামতো বেটা
করবি জীবন শেষ!

ছুঁড়লো কি বাক শুনলো যখন
’আস্ত তুই এক ছাগ’ ?
কাতলা মাছের মাথ যে পাতে
ক্যামনে করি রাগ!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/১২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন