রুবাইয়াত-ই-বোরহান
(মনকে বলি, হয় কি! একটি পাখি ও তীরন্দাজ)
==============================@@@

(১) মনকে বলি

পেলাম কি বা নাইবা পেলাম নয় কি বড় পাচ্ছি পাই,
দিচ্ছে মালিক সেটাই বড় হোক তা দুখের কঠোর ঘাই।
যাচ্ছে যা দিন এমনি ভাবেই ভাবনা এলে শেষে দিনের
মনকে বলি রাখবে না দূর রইলে এ দাস তার ‘যে সাঁই’।


(২) হয় কি!

প্রেমের টানে জাগলে বুকে ছল বা হেলায় দিই ফাঁকি,
রাখলে বলি ক্ষণিক দূরে ’দাস কি তোমার নয় নাকি!’
কেমন এ হুঁশ? কও তো বিধি বলছো যদি জ্যান্ত ভুল,
’পাবোই ক্ষমা’ আস্থা বিনে হয় কি এমন গোস্তাকি!


(৩) একটি পাখি

পুষবো বলে একটি পাখি সভ্য যে সুর রোজ গড়ে,
হলাম খুশি অন্তে পেয়ে ভাব ছিলো যার ধড়ফড়ে।
চিনলো কি সে দিলাম যারে! ছাড়লো শেষে দূর বনে,
বন্য হলো সুর সে পাখির পায় না যা ঠাঁই অন্দরে।


(৪) তীরন্দাজ

দুই জাহানে সুখ যা আছে গর্বে গড়ে মাথার তাজ,
তাগড়া হরিণ ঘুরতো পরে মানতো না প্রাত দুপুর সাঁঝ।
তোমার ও বন হারবে কি পর? বুঝলে সে ধন বধ হলে,
’কেউ দোষী না আমিই ছিলাম ক্রোধ যা ছোঁড়ার তীরন্দাজ!’

==============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০২/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন