মৃত্যুই প্রাণ (অণু)
======================@@@
মরতে চাও না বলেই হে মনা
বিদায়েরই তরে বাড়ায়ে চলেছো ঋণ,
মৃত্যুকে বুকে সমাদরে টানো
নইলে কি ভবে বেঁচে রবে চিরদিন!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন