টুকরো কথা -৬৩ (মৃত্যু ও প্রাণ)
==========================@@@
চলন্ত রথে বসে শুধুই বাঁচার তরে
প্রতিনিয়ত দেহ রাঙিয়ে -
অথচ মানুষ চলেছে মৃত্যুপুরীর দিকে,
তবে কেউ কেউ -
স্বীয় মৃতদেহ ঠুকে কবিতা লিখতে লিখতে।
মৃতদেহ মানে লাশ
সুকর্ম (যে কোন) মানে প্রাণ
প্রাণের কথাকলি-ই নিশ্চয় কবিতা।
বলতে পারো, ’কাকে বলে মৃত্যু??’
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন