রুবাইয়াত-ই-বোরহান (মেহেরবান ও চাস্ নে সখী!)
============================@@@

(১) মেহেরবান

ছন্দ হারা তপ্ত মাটি ডাকলে যেমন ডুকরে বান,
দগ্ধ মনে তেমনি করো শান্তি ধারা কৃপায় দান!
রিক্ত হাতে মূর্খ দাস এ’ আর্জি দিলাম পায় সঁপে,
মানছি কি কও তুমি বিনে আর কেউ আছে মেহেরবান?



(২) চাস্ নে সখী!

শেষ বেলা এই ভাবনা যদি ভুলে ফড়িঙ ফের সাজে,
চাস্ নে সখী যাক পোড়া মন হিজল তলে আন্দাজে!
’চাইলে হবে আর কি দেখা!’ ঝরলে ভেবে দুই আঁখি,
তুলবে কে বল সেই চেনা সুর আজ এ’ ছেঁড়া এস্রাজে?

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৭/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন