মেঘের তলে (চতুষ্পদী)
==============================@@@

ঘোর কালো মেঘ হঠাৎ এসে আকাশটাকে করলে গ্রাস,
বাস ভুলে যায় শান্ত প্রাণী রুখতে বুকের তপ্ত শ্বাস।
মানছো, শেষে সব থেমে যায় দেখলে জলের ঝলকানি?
ভাবছো না ক্যান গর্বে সাজে মাঝেই যা ঢোর সানকানি!

ঢোর> ঢোরা।
==============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন