মায়ের মান (গীতিকাব্য)
=========================@@@

তোরা) দ্যাখ রে যুঝে নমনে,
দেখলে বুঝে সুমনে -
মায়ের মতো আর পাবি না আপন ভুবনে!

অর্থ কড়ি কাড়লে ঘোরাল রাতি -
খেলবে বুকে হরেক রঙই
নিত্য চড়ুইভাতি।
ক্লান্তি এলে ক্ষণিক ডালে
খুঁজলে তবু সুর নিরালে, কূজনে -
মায়ের মতো আর পাবি না আপন ভুবনে!

থাকলে সচল সখ্যে দেহ ঘড়ি -
চলবে সময় সূরের মতো
দীপ্ত দিবস গড়ি।
সন্ধ্যা এলে দিনের শেষে
ভাবলে তবু রইল কে সে! সুপণে -
মায়ের মতো আর পাবি না আপন ভুবনে!

নমন> অবনত বা বিনীত হওয়া।
কূজন> পাখির ডাক।
সূর> সূর্য।

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০২/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন