মায়ার ডোরে মা
==========================@@@

মায়ার ডোরে এই পৃথিবী সৃজন করে সাঁই -
হাল টেনে রোজ জীবের মনে
রাখছে আশা সঙ্গোপনে
খেলায় গড়ে ধুল থেকে হেম হীরক ভেঙে ছাই।

বুক থেকে বুক বাজছে তাতে সখ্য প্রীতির বীন।
আত্মা পেয়ে শীতল সাড়া
দিচ্ছে এনে নতুন চারা
ফল খেয়ে বীজ বপন করে উচ্ছ্বাসে দিন দিন।

মায়ের মতো আপন তবু পাচ্ছে কি ফের কেউ?
যার হয়েছে বন্দে ক্ষত
সেই তো বুঝে অবিরত
রূপ সায়রে ডুকরে যখন উথাল-পাথাল ঢেউ।

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৭/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন