অনন্ত শিকলে গাঁথা প্রাণেরই এ' ধারা
নিতি ফুল এখানেই ফুটে,
জননীরে খেয়ে ভাবে মাকড়ের ছানা
'নক্ষত্ররা কেন পড়ে ছুটে!'

বুকে পেতে আপনার খোঁজ -
প্রাণ আসে প্রাণ যায় টিকে থাকে প্রাণ
প্রাণেরে বিদায় দিতে রোজ।

প্রাণের চক্রেই স্থিত বহমান প্রাণ
তবু একদিন -
পৃথ্বীর প্রান্তরে পথে ঘাসও হবে লীন!

টিকলো কে কবে?
বেশ বুঝি তবে -
বন্ধনে মানুষ চির মানুষেরই রবে!