মা’কে ক্ষণিক রই না তবু ভুলে!
======================@@@
আধ ভোলা মন সুতো ছেঁড়া ঘুড়ি
ভুল ছাড়ে না নিদ-চেতনে পিছু,
কোথায় যে যাই একলা রোদে পুড়ি
কখন কি খাই রয় না খেয়াল কিছু।
ফুঁসলে বুকে চায়ের পিয়াস চেতে
আনমনে চাই মাত্র ছাড়া পানি,
ছোট্ট বেলার উঠলে স্মৃতি মেতে
বৃদ্ধা পেলে তারেই বলি নানী।
চশমা তুলে মাথার পাশে রেখে
ভীষণ ক্রোধে এ’ঘর ও’ঘর খুঁজি,
খুকির খাতায় বক বা মোরগ এঁকে
’আর দু’পা কই!’ বোধের সাথে যুঝি।
হাঁটতে গেলে অলস বেলার শেষে
ঠাঁই দাঁড়িয়ে ভাবি নদীর কূলে,
অশ্রু মুছে অধিক দুখে হেসে
মা’কে ক্ষণিক রই না তবু ভুলে!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন