লান্দে (সাতটি)
==========================@@@
(১)
রাখলে ফাঁদে সুখ পাখিটা পা,
দুঃখ চেতে পেরেই চলে ঘাস ফড়িঙের ছা!
(২)
হঠাৎ করে হারলে বুকের বোধ,
যত্নে দেখো পাশেই পাবে বলগা ছেড়া ক্রোধ!
(৩)
তিক্ত কথার ধার ধারে না ঘাম,
মান পেলে ধী’র ত্রি-মোহনা ডান বা বুকের বাম!
(৪)
দেশ প্রেমে সেই পারবে হতে লাশ,
খুঁজবে না যে জমলো কি-না ভাণ্ডে খ্যাতির শ্বাস!
(৫)
পড়শী বইলে নিত্য ভুখার তির,
লাভ কি র’লে তোমার ঘরে মণ্ডা মিঠাই ক্ষীর!
(৬)
সাধের জনম একজনেরই দাস,
দমের সাথে ঝরলে-এলে নির্জলা বিশ্বাস!
(৭)
চিলের পাখে গেলেই স্মৃতির দর,
মন সাজে তার বকুল তলে চ্যাংড়া নটবর!
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন