লালিত শব্দের মায়া সখ্যতার টান
রজনীর মতো,
স্তব্ধতা যতোই হোক অদ্ভুতুড়ে পাখি
আঁধারের বুক চিরে ভেসে উঠে নক্ষত্রের আঁখি।
লালিত শব্দরা আনে লিলুয়া বাতাস,
লালিত শব্দরা উড়ে অলিম্পাসে যায়
সেজে পেগাসাস।
ওরা ভেরোনার ঘুম,
অনন্ত পিপাসা লয়ে রক্তস্নাত বুকে
কখনো বা অনিন্দ্য কুসুম।
কবিতা কখনো আর লিখবো না ফের
ভাবলেই নিরলে হতাশে,
লালিত শব্দের সারি অঘ্রাণের ক্ষেত হয়ে আসে।
চিত্তে রোপে সুললিত তান -
কখনো বা সাজে ওরা ডাহুকের গান।