কুণ্ডলা (ব্যঙ্গ)
============================@@@

খবর গেলো চতুর্দিকেই, বললো কে কোনখানে!
অদ্য হবে তর্কে খাঁটি
মা বড় না শ্রেষ্ঠ মাটি
জমকালো দুই স্টেজের পরে নামকরা ময়দানে।

পৌঁছলো মানুষ দলে দলে ষাটও ফেলে বাড়ি।
ভিড়ের ঠেলায় কেউ দ্যাখে যম
দীন তো ছাড়ে আন্দাজে দম
কেউ বা যাচে হোক মাঝে গীত দু’ একটা ভাণ্ডারী।

সামনে এলে রায়ের পালা, বললো কি শেষ ভোলা?
’তোমারা শ্রোতা সবাই সু-সৎ
বলছি শোন নেইকো দ্বি-মত
ফাও যা কথায় কাজ কেড়ে আজ সাঁই দোঁহে কুণ্ডলা।’

কুণ্ডলা> ভাগ্যবান> সেরা বা শ্রেষ্ঠ।
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন