কূল হারা ফুল (গীতিকাব্য)
=======================@@@

কূল হারা ফুল তুলে
কবে কে গেঁথেছে প্রিয় মালা!
গেলেও মালিনী শখে বাদাড়ের ধারে
শোভে কি বাঁ করে তার ডালা! -
কূল হারা ফুল তুলে
কবে কে গেঁথেছে প্রিয় মালা!

পেলেও মাঘের রোদ কুটিরের কোণা,
ফাগুন বিনে কি যায় কুহু ডাক শোনা!
না রলে সুরেলা বাঁশি
গোধূলিও টুটে হাসি
সোনালী চিলের বাড়ে জ্বালা -
কূল হারা ফুল তুলে
কবে কে গেঁথেছে প্রিয় মালা!

দুখীও যতনে বাঁধে বাদলের গীতি,
ক’জনা হৃদয়ে রাখে শিশিরের স্মৃতি!
দেখলে টাকলা বন
সুরই ভুলে সমীরণ
নদী সাজে অভিমানে নালা -
কূল হারা ফুল তুলে
কবে কে গেঁথেছে প্রিয় মালা!

বাঁ কর> বাম হাত।
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
22/03/2024ইং।




@বোরহানুল ইসলাম লিটন