জাল সুতো যার
শিকার তো তার!
মাকড় মালিক
নেই কারো ভাগ আধ সিকি,
যায় রে ভাবা
কেমন থাবা!
খায় তা খুলে
নিত্যি লোভী টিকটিকি।

'টুনির যা ডিম
ফিঙের জাজিম'
ভাবছো শুনে
অদ্ভুতুড়ে ভুল বাণী?
কোথায় নীতি!
বিকল ক্ষিতি
সবখানে আজ
কৃত্রিমতার হাতছানি।