কৃপায় মেয়েরে ডেকে নিও জান্নাতে!
==========================@@@

যেভাবেই রাখো মোরে
ভিতরে কিংবা দোরে
অভিযোগ করবো না তাতে -
কৃপায় মেয়েরে ডেকে নিও জান্নাতে!

চাইলে না হয় চির তাপী র’বো সাঁই,
তবুও দিও গো তারে দু’চরণে ঠাঁই!
রহমত করো দান
নামাজে বেঁধে জবান
দু’ফোঁটা অশ্রু দেবো রাতে -
কৃপায় মেয়েরে ডেকে নিও জান্নাতে!

র’লে গো তুষ্ট তুমি সইবো যা খিদে,
কালেমার সুধা তবু গাঁথো ওর হৃদে!
ক্ষমার বিটপী তল
রচো বোধ সুশীতল
দিলাম সঁপে এ’ রা তোমাতে -
কৃপায় মেয়েরে ডেকে নিও জান্নাতে!

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন