কইতো কোকিলা!
======================@@@
কখনো কাঁপলে কর্ণের কড়া
কটু কালি কর্তনে,
কিঞ্চিত কথা কইতো কোকিলা
কর্জের কর্ষণে। -
’কাশে কি কামনা কস্মিনকালে
করতেই কোণঠাসা,
কষ্টের কর কণ্ঠের কূলে
কুটলে কুড়ায়ে কাঁসা!’
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
16/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন