ক্ষণিক আগে মেলায় ঢুকে
কিনে বাঁশি ঘুড়ি,
বিশ্রাম নিতেই মিনিট দু' তিন
এলো কাঁচের চুড়ি।
কেসর কাতল গোল্লা খিরা
এই তো হলো দামে!
চশমা দেখে বললো এ' মন
'নিই দু'জনের নামে!'
পান না পেতেই ছিঁড়লো চটি
কদম হয়ে ভারি,
কও তো বাপু এক্ষুনি ক্যান
ফিরতে হবে বাড়ি!